মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় এক মসজিদের ইমামের মৃত্যু
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
-
৩
বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে এক মসজিদের ইমাম সাহেবের মৃত্যু হয়েছে।১৮ আগষ্ট সোমবার সকালে শিবচর উপজেলা দক্ষিণ বাশঁকান্দি ইউনিয়নে বাঁশকান্দি শেখপুর আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। নিহত মাওলানা আব্দুর রহমান শিবচর উপজেলা দক্ষিন বাশঁকান্দি ইউনিয়নের মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। তিনি বাঁশকান্দি ইউনিয়ন পঞ্চগ্রামের একটি মসজিদের ইমমামতি করতেন।এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায় যে, মাওলানা আবদুর রহমান প্রতিদিনের মতো আজ সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ফজরের নামাজ ইমামতি করার জন্য মসজিদের উদ্দশ্যে রওনা হয়। বাঁশকান্দি শেখপুর আঞ্চলিক সড়কে পঞ্চগ্রামের মসজিদে যাওয়ার পথে আব্দুল জব্বার শিকদার বাড়ি সামনে রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরে এলাকাসী লোকজন আহত আব্দুর রহমানকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।শিবচর থানা ইনচার্জ অফিসার মোঃ রকিবুল ইসলাম এই ঘটনাটি সত্যতা স্বীকার করেছেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন