প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ১১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৫:২৬ এ.এম
ঝিনাইগাতীতে সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ করলো প্রশাসন
ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া বাজার এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করা ০.৩৬ একর সরকারি খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। রোববার (১৭ আগস্ট) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া মৌজার ১ নম্বর খাস খতিয়ানের অধীনে থাকা ২৩২৮ ও ২৩৩১ নম্বর দাগের মোট ০.৩৬ একর জমি এ সময় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জমির মধ্যে ০.২২ একর ছিল ২৩২৮ নম্বর দাগে এবং ০.১৪ একর ছিল ২৩৩১ নম্বর দাগে।দীর্ঘদিন ধরে এসব সরকারি জমিতে ৮ থেকে ১০টি আধাপাকা ও টিনের ঘর নির্মাণ করে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছিল। অভিযানে এসব স্থাপনা উচ্ছেদ করে সরকারের পক্ষে মালিকানা নিশ্চিত করা হয় এবং জমিতে সাইনবোর্ড টানিয়ে জেলা প্রশাসনের দখলে নেওয়া হয়।অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা, সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা, ঝিনাইগাতী থানা পুলিশের একটি দল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্য, আনসার বাহিনীর সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, “বাকাকুড়া বাজারের এই খাস জমিতে কাংশা ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের পরিকল্পনা রয়েছে। তাই জমির উপর স্থাপিত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে সেখানে সরকারি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে এবং জমিতে কাউকে বিনা অনুমতিতে প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়েছে।”তিনি আরও বলেন, “উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এখনো অনেক মূল্যবান খাস জমি অবৈধ দখলে রয়েছে। ধাপে ধাপে সব জায়গায় অভিযান পরিচালনা করা হবে। সরকারি সম্পদ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত