1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খান মনিরুল ইসলাম মনির উদ্যোগে বাজুয়া ইউনিয়ন এর অন্তর্গত নয়টি পুজা মন্ডপের সার্বিক খোজ খবর ও আর্থিক সহায়তা প্রাদান নরসিংদীর মাধবদীতে প্রবাসী বাড়িতে ডাকাতি: ১৮ ঘণ্টার মধ্যে আন্তজেলা ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার নন্দীগ্রামে নসিমন উল্টে চালক নিহত, আহত ৪ হিন্দু সম্প্রদায়ের, বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব খুলনার দাকোপে পূজামন্ডপ পরিদর্শনে জিয়াউর রহমান পাপুল ধনবাড়ী উপজেলার যদুনাথপুরে গৃহবূধ’র ম*রদে*হ উদ্ধার, স্বজনদের দাবী হ*ত্যা জঙ্গলের পথ থেকে ফিরলো সুব্রতের মরদেহ হিজলায় পূজামণ্ডপে রাজিব আহসানের শুভেচ্ছা বিনিময় মানুষ নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করছে -স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফুলপুরে জমি নিয়ে বিরোধে হামলা, ভাঙচুর ও মারধর

খুলনায় মৎস্য সপ্তাহ শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন- স্টাফ রিপোর্টার

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ ১৮ আগষ্ট (সোমবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের শারীরিক ও মানসিক বিকাশে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশে মাছের উৎপাদন বৃদ্ধির ফলে মৎস্যজীবী ও মৎস্যচাষিদের আয় বৃদ্ধি পেয়েছে। দক্ষিণাঞ্চলে মাছ চাষের অনেক জায়গা খালি রয়েছে। পতিত এই জায়গাগুলো মাছ চাষের উপযোগী করতে পারলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং মাছের চাহিদা পূরণ হবে। তিনি আরও বলেন, মৎস্যখাত জাতীয় উন্নয়নে অবদান রেখে চলছে। মৎস্যচাষ মানুষের জীবনমান উন্নয়ন করতে পারে। পরিকল্পিতভাবে মাছচাষ করলে অল্প জায়গায় অধিক উৎপাদন নিশ্চিত করা যায়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তৃতা করেন জেলা মৎস্য কর্মকর্তা মো: বদরুজ্জামান। অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, চিংড়িচাষি মোঃ আবু হাসান সরদার প্রমুখ বক্তৃতা করেন। এতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী ও মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলার ছয়জন সফল মৎস্যচাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
এর আগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নগরীর শহিদ হাদিস পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন। শোভাযাত্রাটি শহিদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট