প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৯:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ১:০২ পি.এম
হিজলায় মৎস্য কর্মকর্তার সাথে জাতীয় মৎস্যজীবী সমিতির নবাগত কমিটির সৌজন্য সাক্ষাৎ
হিজলা (বরিশাল) প্রতিনিধি: আলমগীর হোসাইন
বরিশালের হিজলা উপজেলায় জাতীয় মৎস্যজীবী সমিতির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলমের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।রবিবার (তারিখ উল্লেখ করুন) বেলা ১১টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নবগঠিত উপজেলা কমিটির আহ্বায়ক সাজাহান রেজা, সদস্য সচিব মোঃ সুলাইমান জমাদ্দারসহ অন্যান্য সদস্যরা।সাক্ষাৎকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলম নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, "জাতীয় সম্পদ রক্ষায় মৎস্যজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবগঠিত কমিটি প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করলে এই খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।তিনি আরও বলেন, সরকারি কার্যক্রমে মৎস্যজীবীদের সম্পৃক্ত করে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ সম্পদ সংরক্ষণেও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।এ সময় নবাগত কমিটির আহ্বায়ক সাজাহান রেজা ও সদস্য সচিব মোঃ সুলাইমান জমাদ্দার বলেন, “বরিশাল জেলা জাতীয় মৎস্যজীবী সমিতি পূর্বের কমিটি বিলুপ্ত করে আমাদের নতুন দায়িত্ব দিয়েছে। আমরা ইউনিয়ন পর্যায়ে সভার মাধ্যমে জেলেদের সংগঠিত করে জাতীয় সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত