প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৯:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ১:১২ পি.এম
মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের গণসংযোগ, ও প্রচারণায় টানবাজার নিচেগঞ্জ
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের গণসংযোগ, ও প্রচারণায় টানবাজার নিচেগঞ্জ।১৭ ই আগস্ট রোজ রোববার, বিকাল ৪ ঘটিকার সময়, নারায়ণগঞ্জের কেন্দ্রীয় কমিটির সাবেক নেত্রী হেলেনা আক্তার, দিদির ,বাসায় গিয়ে তার কৌশলাদি এবং পরিবারের খোঁজখবর নেন,ওইখান থেকে বের হয়ে, সাবেক কমিশনার জাহাঙ্গীর আলমের বাসায় যান, তার স্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, সার্বিক বিষয়ে কথা বলেন,তারপর সাবেক কমিশনার আজহার উদ্দিনের বীর মুক্তিযোদ্ধা ,বাসায়ও যান ওইখানে গিয়ে তাহার সাথেবিএনপি'র বিষয়ে নানান আলোচনার মধ্যে দিয়ে কিছু সময় অতিবাহিত করেন, এবং আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ আসনের থেকে বিএনপি'র পক্ষ নিয়ে কাজ করার জন্য তার কাছে দোয়া কামনা করেন,সংযোগে যারা উপস্থিত ছিলেন,মোহাম্মদ আনোয়ার হোসেন আনো মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক,মনির হোসেন সরকার সমাজসেবক বিএনপি নেতা,মোঃ শওকত হোসেন শুকু, সাবে ক ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর,শওকত ইসলাম রানা,মোহাম্মদ ইসহাক উদ্দিন সাবেক বিএনপি নেতামোহাম্মদ ফারুক আহমেদ বিশিষ্ট সাংবাদিক ও সাবেক বিএনপি কর্মী,মোঃ জুন্টু সাবেক কমিশনার 12 নম্বর ওয়ার্ড,মোহাম্মদ রনি মল্লিক, মোহাম্মদ নজরুল হোসেন, মোহাম্মদ বাতেন, মোঃ মাহফুজুর রহমান, বিএনপি নেতা, ১৪ নম্বর ওয়ার্ড, সহ বিভিন্ন এলাকাবাসীর নেতৃবৃন্দ ও আমজনতা তাদের এক দাবি আগামী দ্বাদশ নির্বাচনে মাসুদুজ্জামান মাসুদ কে এমপি হিসেবে দেখতে চান।গণসংযোগ টি টানবাজার হয়ে মিনাবাজার দিয়ে নিতাইগঞ্জ গিয়ে সমাপ্ত ঘোষণা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত