1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
‘নো প্রোমোশন নো ওয়ার্ক’ কর্মসূচি বগুড়ার দুই কলেজে কর্মবিরতিতে শিক্ষা কার্যক্রম ব্যাহত আশঙ্কা মহানগরী জামায়াতের পক্ষ থেকে বই উপহার দিয়ে বিদায়ী ডিসিকে শুভেচ্ছা খুলনায় ১”ঘণ্টার ব্যবধানে ৪”জনকে গু’লি ও গ’লা কেটে হ’ত্যা. কুমিল্লা টাউন হলে চৌধুরী সায়মা ফেরদৌসীর বক্তব্য: মনিরুল হক চৌধুরীর পক্ষে ‘জেন-জি জোয়ার’ সৃষ্টি হওয়ার প্রত্যাশা আন্দোলনরত অবস্থায় শিক্ষিকা ফাতেমা আক্তার মারা গেছেন কুয়েতে “কুমিল্লা বিভাগ” নামে পরিপত্র জারিপূর্বক প্রশাসনিক কার্যক্রম চালুর দাবি খুলনায় পুলিশ সদস্যদের জন্য আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ ভিজিট করলেন আইজিপি বরিশাল বিভাগের শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের হিসাব রক্ষণ কর্মকর্তার ‘১৭ কোটি টাকার ও সম্পদ কোথা থেকে পেল ঝিনাইগাতীর গারো পাহাড়ে ২১ কিলোমিটার হাফ ম্যারাথন দাকোপের কামারখোলার কালিনগর বাজারে জিয়াউর রহমান পাপুল ভাইয়ের পক্ষ থেকে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

নরসিংদী রায়পুরায় চাঁদা না দেয়ায় হামলা লুটপাটের অভিযোগ আ. লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় চাঁদা না দেয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা টেঁটা, বল্লম ও দেশীয় অস্ত্র নিয়ে এক ইন্টারনেট ও ডিস ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত ডিস ব্যবসায়ীর নাম ফরহাদ মিয়া।মঙ্গলবার (১২ আগস্ট) সকালে রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়নের সদাগরকান্দি গ্রামে চকবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় বাজারজুড়ে আতঙ্ক বিরাজ করছে।জানা গেছে, হামলার সময় প্রতিষ্ঠানটিতে ব্যাপক ভাঙচুর চালিয়ে নগদ ৫০ হাজার টাকা ও ল্যাপটপ কম্পিউটারসহ মূল্যবান জিনিসপত্র লুট করা হয়। শুধু তাই নয়, এ ঘটনায় মামলা বা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিলে প্রাণনাশের হুমকিও দেয়া হয়েছে।হামলার শিকার ডিস ও ইন্টারনেট ব্যবসায়ী ফরহাদ মিয়া অভিযোগ করে বলেন, ‘গত ৭-৮ মাস ধরে এলাকার চিহ্নিত আওয়ামী লীগের সন্ত্রাসী সাগর ও কবির আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে দেখে নেয়ার হুমকি দেয়। এরই জেরে মঙ্গলবার সকালে চানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাদিছ মিয়া, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীর ভাই ও সদাগরকান্দি স্কুলের সভাপতি ফরিদ মিয়া, আওয়ামী লীগ নেতা কবির, খোরশেদ, ইমান ও লিয়াকত আলীর নেতৃত্বে স্থানীয় সদাগরকান্দি গ্রামের চকবাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়।সন্ত্রাসীরা দোকানে ব্যাপক ভাঙচুর চালিয়ে নগদ ৫০ হাজার টাকা, ল্যাপটপ কম্পিউটারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। প্রাণে বাঁচতে আমি পাশের একটি কিন্ডারগার্টেন স্কুলে আশ্রয় নিলে সেখানেও তারা হামলা চালায়। ধারালো অস্ত্র হাতে সন্ত্রাসীদের দেখে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা আতঙ্কে চিৎকার শুরু করে। পরে তারা আমাকে ধাওয়া দিয়ে বাড়িতেও হামলার চেষ্টা চালায়। গ্রামবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।আরও পড়ুন: ‘আপার লাশ ঘরের মেঝেতে, ২ সন্তান নিয়ে পালিয়েছেন দুলাভাই’ফরহাদ মিয়া আরও বলেন, ‘এর আগেও এসব সন্ত্রাসীরা বাদল নামে এক ব্যবসায়ীকে বাজারে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। তাদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না।’রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর ঘোষ বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আমরা দুই পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

|

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট