নরসিংদীতে অরবিট রেস্টুরেন্ট ও রমেশ পোদ্দার সুইট মিটকে ২ লক্ষ টাকা জরিমানা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
-
৪
বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও নির্ধারিত পদ্ধতিতে মোড়কীকরণ ও লেবেন সংরক্ষণ ব্যতিরেখে একাধিক প্যাকেট ভুক্ত খাদ্য দ্রব্য থাকায় দুটি প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে নরসিংদী ডিসি রোড ও স্টেশন রোড এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন নরসিংদীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তানজিলা মরিয়ম।তিনি জানান, নরসিংদী সার্কিট হাউজ সংলগ্ন অরবিট রেস্টুরেন্টে প্রথম অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নির্ধারিত পদ্ধতিতে মোড়কীয়করণ ও নির্ধারিত লেবেল ছাড়া প্যাকেটজাত খাবার সরবরাহ করতে দেখা যায়। এছাড়া অনিবন্ধিত অবস্থায় খাদ্য প্রস্তুত ও বিক্রয় করতে দেখা যায়, যা নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩২ (ক). ৩৩ ও ৩৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ বিধায় প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।অপর দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন রোডে রমেশ পোদ্ধার সুইট মিটে অভিযান পরিচালনা করা হয়। সেখানে অভিযানকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরী ও বিক্রয় করতে দেখতে পায়। এছাড়া সরকারী রাজস্ব ফাকি দিয়ে অনিবন্ধিত খাদ্য দ্রব্য প্রস্তুত ও বিক্রি করে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৩ ও ৩৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করার কারণে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। তবে অপরাধী অপরাধ স্বীকার করলেও তাৎক্ষণিক জরিমানার টাকা প্রদান করতে পারেননি। দোকান মালিক অসুস্থ্য হয়ে পড়ে। দোকান মালিকের আবেদনের প্রেক্ষিতে জরিমানার টাকা পরিশোধের জন্য এক সপ্তাহের সময় দেয়া হয়।ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ ওমর আলীসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন