মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার
অদ্য ১৪ আগস্ট ২০২৫ খ্রিঃ পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার পিরোজপুর জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয়ের নির্দেশক্রমে প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন মোহাম্মদ আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পিরোজপুর।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) অফিসার ও ফোর্সদের সরকারি ইস্যুকৃত পোশাক ও সরঞ্জামাদি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং এগুলোর যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমরা একটি সু-শৃঙ্খল বাহিনী; সুতরাং আমাদের পোশাক ও সরঞ্জামে সেই শৃঙ্খলার যথাযথ প্রতিফলন ঘটতে হবে।”
এ সময় আরআই পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।