আজ ময়মনসিংহে ৩ টি লাশ উদ্ধার করা হয়েছে
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
-
৩
বার পড়া হয়েছে

আজ ময়মনসিংহে ৩ টি লাশ উদ্ধার করা হয়েছে।
আবাসিক বিল্ডিংয়ে লিলি বেগম (৫০) নামে এক মহিলার লাশ উদ্ধার।দ্বিতীয়টিঃ- ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীর বাজার সংলগ্ন ধলাইমান গ্রামে রেললাইনের পাশে ধানক্ষেতে এক অ/জ্ঞা/ত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, মরহুম মুক্তিযোদ্ধা চানতারার বাড়ির পাশেই মরদেহটি পাওয়া যায়, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর, প্যান্ট-গেঞ্জি পরিহিত।তৃতীয়টিঃ- সাত সন্তানের মায়ের আ’ত্মহ’ত্যা। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়নের হালিউড়া (উত্তরপাড়া) গ্রামের সাইদুল ইসলাম এর স্ত্রী আসমা খাতুন (৫৫) গতরাতে আ’ত্মহ’ত্যা করে মৃ’ত্যুব’রণ করেছে। পরিবারের বক্তব্য মহিলা মান’সিক রোগী ছিল। নান্দাইল মডেল থানার পুলিশ ময়না তদন্তের জন্য লাশ নিয়ে গেছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন