প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৩, ২০২৫, ৯:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৫, ২:৫২ এ.এম
মো খোকন মিয়া,নামের এক ব্যক্তিকে এলাকার নেশাখুর, ভাড়াটিয়া সন্ত্রাস দিয়ে রাতের আধারে খুনের চেষ্টা
এইচ এম জাকির হুসাইন নিজস্ব প্রতিবেদক
খোকন মিয়া কে আকন্দ বাড়ির খালপাড় এর রাস্তায়, আটক করিয়ে মোবাইল টাকা নিয়ে যায়। এবং প্রাণ নাশ এর চেষ্টা করে, ঘটনাস্থলে মানুষের আশা যাওয়া টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়, এবং খোকন মিয়া , তাত্ক্ষণিক এমদাদুল হক,মেম্বারদের বাড়ির লোকদের কে চিৎকার করে ডাক দিলে লোকজন বের হয়ে ঘটনাস্থলে আসে,। এই অবস্থায় খোকন মিয়া ফুলবাড়িয়া থানায় একটি অভিযোগ করে, অভিযোগের ভিত্তিতে থানা থেকে পুলিশ এসে তদন্ত করে ঘটনা সত্যি বলে প্রমানিত হয়,। আটক কারী তিন জনের নাম হলো মোঃ শহিদুল ইসলাম আকন্দ, এর ছেলে(,১)মোঃ সোহাগ মিয়া, এবং( ২)মোঃ মনির চুরা,
( ৩)মোঃ সোহেল, পিতা মৃত নুরুল ইসলাম,
তাদেরকে এলাকায় সবাই একই নামে চিনে,তাঁরা তিনজন মিলে খোকন মিয়া কে রাস্তায় আটক করে এবং খুনের চেষ্টা করে । অতএব সরকার ও প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছি, নদীর পাড়ের গরীব অসহায় খেটে খাওয়া মানুষের একটাই দাবি,সরকারি জায়গা, রাস্তা দখল মুক্ত করে,নদীর পাড়ের জনগণের চলাচলের রাস্তাটি বাঁধা মুক্ত করে দেওয়া হোক, এবং দখলকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্হা নেওয়া হোক,তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হোক,এটাই জনগণের প্রাণের দাবি, এবং আটককারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্হা নেওয়া হৌক,,সরকার ও প্রশাসনের কাছে তাদের একটাই দাবি আটক কারীদেরকে দৃষ্টান্ত মুলক শাস্তি দেওয়া হোক। এটাই তাদের দাবি। সকলেই আশাবাদী আইন এটা দেখবে এবং সঠিক বিচার করবে।
ঠিকানাঃ ময়মনসিংহ জেলা, ফুলবাড়িয়া থানা,
আখালিয়া নদীর পাড়, চৌদার,লক্ষীপুর বালুরঘাট।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত