প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৩, ২০২৫, ৯:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৫, ২:৪৬ এ.এম
নরসিংদী সদরের চিনিশপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার সেরাজুল ইসলাম ও তার ছেলে বাবুর বিরুদ্ধে ভূমি দখল ও নির্যাতনের অভিযোগ
তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি ।
নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দাসপাড়া (নিয়ামতপুর) এলাকায় সেরাজুল মেম্বার ও তার ছেলে বাবুর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।সরজমিনে গিয়ে যানা যায় মোঃ মামুন বক্স,পিতাঃ মরহুম আঃ রহিম বক্স (সাবেক মেম্বার) ৬নং ওয়ার্ড চিনিশপুর ইউনিয়ন,দাসপাড়া(নেয়ামত পুর) ভুক্তভোগী জানান, তিনি মা, ভাই, বোন, ছেলে-মেয়ে নিয়ে শান্তিতে বসবাস করতে পারছেন না। “আমরা এক মুঠো ভাত খেতে পারি না, এক রাতও নিশ্চিন্তে ঘুমাইতে পারতেছি না। তারা কথায় কথায় অজ্ঞাত মাস্তান ও সন্ত্রাসী ভাড়া করে আনে, আমার বাড়িঘর জোর করে দখল করেছে। কোর্ট থেকে রায় পেলেও নিজের জায়গায় দাঁড়াতে পারতেছি না” এই কথা গুলো বলেন মোঃ মামুন বক্স।ভুক্তভোগী আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা ভয়ভীতি, হুমকি ও নির্যাতনের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। এ অবস্থায় সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।এ বিষয়ে ভুক্তভোগী আইন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত