চিনিশপুরে সড়ক ও ড্রেন উন্নয়ন কাজ পরিদর্শনে চেয়ারম্যান
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
-
২
বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি
নরসিংদী: ১০ আগস্ট, ২০২৫, রবিবার নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ঘোড়াদিয়া এলাকায় একটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মেহেদী হাসান তুহিন। এ সময় তার সাথে ছিলেন উপ-সহকারী প্রকৌশলী আবদুল গাফফার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয় মোড় থেকে হিমাংশু বিশ্বাসের বাড়ি পর্যন্ত ইউনি ব্লক রাস্তা প্রশস্তকরণ, ড্রেন সংস্কার ও নির্মাণের এই প্রকল্পটি বর্তমানে চলমান। পরিদর্শনের সময় চেয়ারম্যান তুহিন কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারকে নির্দেশনা দেন।
চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন এলাকাবাসীর কাছে রাস্তা প্রশস্তকরণে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটির সংস্কারের। অবশেষে এই প্রকল্পটি হাতে নেওয়ায় এলাকার জনগণ চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানান।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন