মোঃ শামীম হোসেন - স্টাফ রিপোর্টার
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ফুলতলার পায়গ্রাম কসবা এলাকা থেকে উদ্ধার হয়েছে পিস্তল, পাইপগান ও গুলি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার (১১ আগস্ট) খুলনা জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মুক্ত রায় চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় জমা দেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।