প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৫, ১০:২০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২৫, ২:৫৬ এ.এম
সাংবাদিকদের অবমূল্যায়ন আর কতদিন ?
তালাত মাহামুদ নরসিংদীর প্রতিনিধি।
সত্য বলার সাহস রাখে যারা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় যারা, জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠে যারা—তাদের নাম সাংবাদিক। কিন্তু দুঃখের বিষয়, এই দেশে সাংবাদিকতার অবদান যত বড়, মূল্যায়ন ততটাই ছোট হয়ে গেছে।গণতন্ত্র রক্ষা, দুর্নীতি উন্মোচন, মানুষের অধিকার আদায়ে সাংবাদিকরা সবসময় সামনের সারিতে থেকেও প্রাপ্য সম্মান, নিরাপত্তা ও ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত। ঝুঁকি নিয়ে কাজ করেও অনেক সময় তারা হয়ে ওঠেন অবহেলার শিকার, এমনকি নির্যাতনেরও শিকার।সময় এসেছে—সাংবাদিকদের কণ্ঠস্বর এক হয়ে বলতে হবে: আমরা চাই শুধু স্বাধীনতা নয়, ন্যায্য মূল্যায়ন, মর্যাদা ও নিরাপত্তা। সাংবাদিকের কলম যদি থেমে যায়, "সাইফুল্লাহ ভাই" তাহলে থেমে যাবে সত্যের স্রোত, নষ্ট হবে গণতন্ত্রের ভিত।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত