ভ্যানচালক থেকে ‘কবিরাজ’ মাদারীপুরে অপচিকিৎসার ফাঁদে সাধারণ মানুষ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ১১ আগস্ট, ২০২৫
-
৩
বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি,
স্বপ্নে পাওয়া নির্দেশনার দাবি, তেল পানি পড়া দিয়ে চিকিৎসা আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাসমাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামে বাদশা ফকির নামের এক ব্যক্তি কয়েক মাস আগেও ছিলেন ভ্যানচালক। বর্তমানে প্রতি শনিবার ও মঙ্গলবার তিনি ‘কবিরাজি’ চিকিৎসা চালাচ্ছেন। ওই দুই দিনে তার কাছে শত শত মানুষ ছুটে আসেন। স্বাস্থ্য বিভাগ বলেছে, এটি অবৈজ্ঞানিক এবং অপচিকিৎসা; দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বাদশা ফকিরের হাতে নাকি বাত, ব্যথা, জন্ডিস, হাঁপানি সব রোগের চিকিৎসা আছে। রোগ যাই হোক, সবার জন্য পথ্য এক—তেল পড়া বা পানি পড়া। তার দাবি, স্বপ্নে তাকে ‘নমুনা’ দেখানো হয়েছে, সেই অনুযায়ীই চিকিৎসা দেন তিনি।বাদশা ফকির, কথিত কবিরাজ বলেন:পানি পড়া, পানি পড়া আর তেল পড়া স্বপ্নে নমুনাডা দেখাইছে, কইছে এইভাবে করবি। সেইভাবেই করছি।উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, আইন অনুযায়ী দ্রুত অভিযান পরিচালনা করা হবে।স্বপ্নে পাওয়া ‘চিকিৎসা’ শোনায় রহস্যময় হলেও এর আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রতারণা ও জনস্বাস্থ্যের জন্য হুমকি। স্বাস্থ্য বিভাগের পরামর্শ রোগ হলে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের কাছে যেতে হবে
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন