প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৫, ৮:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২৫, ১:১০ পি.এম
পীরগাছায় ইউএনও’র অভিযানে দুই ফার্মেসিকে জরিমানা
শাহ মোঃ জাহিদ হোসেন( রংপুর জেলা) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নেতৃত্বে পরিচালিত অভিযানে দুই ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। সোমবার (১১-০৮-২০২৫) বিকালে উপজেলার পাকারমাথা বাজার ও পাকার বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।অভিযানে পাকারমাথা বাজারের মেসার্স জান্নাত ফার্মেসি, যার প্রোপ্রাইটর পল্লীচিকিৎসক সাফওয়ান ও পরিচালক মো. রেজাউল—তাদের ফার্মেসিতে অনিয়ম পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে পাকার বাজারের সেবা ফার্মেসি, প্রোপ্রাইটর গৌরাঙ্গ শীল—তাদের প্রতিষ্ঠানকেও অনিয়মের দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ রাসেলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।ইউএনও শেখ রাসেল বলেন, অনুমোদনহীন ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণসহ বিভিন্ন অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করাই এসব অভিযানের মূল লক্ষ্য।স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত নজরদারির আহ্বান জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত