মোঃ আসাদুজ্জামান আসাদ ময়মনসিংহ প্রতিনিধি
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (১১ আগস্ট) সকাল ১১টায় ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের আয়োজনে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক প্রতিদিনের কাগজ-এর মো. খাইরুল আলম রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ, দৈনিক উর্মি বাংলা প্রতিদিন-এর আব্দুল হাকিম, সৈয়দ মোর্শেদ কামাল মিজান মো. কামাল, মো. আব্দুস সাত্তার, মো. নজরুল ইসলাম, মো. রনি, সামদানী হোসেন বাপ্পি, মো. আমিনুল ইসলাম, রোকসানা আক্তার, তসলিমা রত্না, মাহমুদুল্লাহ রিয়াদ, রেজাউল করিম রেজা, মমিনুল ইসলাম মানিক, বিশ্বনাথ সাহা বিশু প্রমুখ সহ আর অনেকেই উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, একজন সাংবাদিককে প্রকাশ্যে হত্যা গণমাধ্যমের স্বাধীনতায় ভয়াবহ আঘাত। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান মানববন্ধনে অংশ নেয়া সাংবাদিক বৃন্দ।