1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খান মনিরুল ইসলাম মনির উদ্যোগে বাজুয়া ইউনিয়ন এর অন্তর্গত নয়টি পুজা মন্ডপের সার্বিক খোজ খবর ও আর্থিক সহায়তা প্রাদান নরসিংদীর মাধবদীতে প্রবাসী বাড়িতে ডাকাতি: ১৮ ঘণ্টার মধ্যে আন্তজেলা ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার নন্দীগ্রামে নসিমন উল্টে চালক নিহত, আহত ৪ হিন্দু সম্প্রদায়ের, বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব খুলনার দাকোপে পূজামন্ডপ পরিদর্শনে জিয়াউর রহমান পাপুল ধনবাড়ী উপজেলার যদুনাথপুরে গৃহবূধ’র ম*রদে*হ উদ্ধার, স্বজনদের দাবী হ*ত্যা জঙ্গলের পথ থেকে ফিরলো সুব্রতের মরদেহ হিজলায় পূজামণ্ডপে রাজিব আহসানের শুভেচ্ছা বিনিময় মানুষ নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করছে -স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফুলপুরে জমি নিয়ে বিরোধে হামলা, ভাঙচুর ও মারধর

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের প্রতিবাদ ও মানববন্ধন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

 

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা।এ ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা।শুক্রবার ৮ আগস্ট বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর সাংবাদিক উন্নয়ন পরিষদ ও এবং বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন,জাতীয় সাংবাদিক সংস্থার কে.এম রুবেল চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের সভাপতি মিজান সমরকন্দি, এবং বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ রুবেলসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের সভাপতি মিজান সমরকন্দি জাতীয় সাংবাদিক সংস্থার কে.এম রুবেল তৌহিদ,রেবেকা সুলতানা রেখা চৌধুরী,মো.ইফতেখার উদ্দিন নুরুল আমিন সোহেল,মুরাদ হোসেন বিপ্লব, ইমাম্মুয়েল গমেজ লিপন জহিরুল ইসলাম বাবলু শেখ আহমেদ রিয়াজ উদ্দিন মোঃ মাজেদুল আলম নার্গিস পারভিন রিক্তা,রাজীব আহমেদ মোঃ দিদার আলম মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন,মোঃ আয়মান হোসেন,মোঃ আল আমীন বেপারি, মোঃ কামাল ইমাম্মুয়েল গমেজ লিপন মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ইকবাল, নারী সাংবাদিক রোজী আক্তার,রাজীব আহমেদ,রিয়াজ উদ্দিন,মোস্তাফিজুর রহমান, মমিনুল ইসলাম, রাজু ,শেখ আহম্মেদ, রাজীব দাস, কাওছার হোসেন, নূরনবী, আসিফুজ্জামান, বিধান ঘোষ লিটন মো দিদার আলম মোঃ মাজেদুল আলম নার্গিস পারভিন রিক্তা, নাগাসা আজমিন মো.ইফতেখার সমন খান সহ প্রমুখ।চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।এসময় বক্তারা বলেন, চাঁদাবাজি ও দেশীয় অস্ত্রের মহড়ার ভিডিও ধারণ করার ‘অপরাধে’ সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটি কেবল একজন সংবাদকর্মীর ওপর বর্বর হামলা নয়, বরং নতুন বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। বক্তারা বলেন, “এ ঘটনা আইনশৃঙ্খলার চূড়ান্ত বিপর্যয়ের বহিঃপ্রকাশ। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নবগঠিত রাষ্ট্র ব্যবস্থায় এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।”বক্তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার, সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।মানববন্ধনে বক্তারা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে যেসব অপরাধী বারবার রক্তাক্ত হামলার পথ বেছে নিচ্ছে, তাদের কঠোরভাবে দমন না করা হলে দেশে মতপ্রকাশের স্বাধীনতা চরম সংকটে পড়বে।সমাবেশ শেষে সাংবাদিকরা ‘তুহিন হত্যার বিচার চাই’, স্লোগানের মাধ্যমে প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট