প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৫, ১০:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ৪:১১ পি.এম
নরসিংদী শিবপুরের সৃষ্টিগড় বাজারে ফল ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসায়ী, কামাল হোসেন গ্রেপ্তার
এইচ এম জাকির হুসাইন নিজস্ব প্রতিবেদক
নরসিংদী শিবপুরে সৃষ্টিগড় বাজারে ফল ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করতো কামাল হোসেন,পরে গোপন সংবাদের ভিত্তিতে,শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ আফজাল হোসাইন এর দিক নির্দেশনায় আসামি কামাল হোসেনকে গরমাস্থলে থেকে গ্রেফতার করতে সক্ষম হন,পরে অফিসার ইনচার্জ আফজাল হোসাইন সাংবাদিকদের ঘটনার বিবরণ দেন, অদ্য ইংরেজি ১০-০৮- ২৫ তারিখ ১২:৩০ ঘটিকার সময় শিবপুর মডেল থানার সৃষ্টিগড় বাজারের ফল ব্যবসায়ী কামাল হোসেন (৩২) পিতা ফজলুর রহমান সাং সৃষ্টিগড় থানা শিবপুর, জেলা নরসিংদী,ফল ব্যবসার আড়ালে মাদক ক্রয় বিক্রয়কালে নীল ঝিপারে রক্ষিত ১০২ পিছ ইয়াবাসহ সৃষ্টিগড় বাজারস্থ নিজ দোকান হতে আটক করা হয় । আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত