প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৫, ১০:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ৪:০৭ পি.এম
গাজীপুরে সাংবাদিক হত্যা: হিজলায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
হিজলা প্রতিনিধি আলমগীর হোসাইন
বরিশালের হিজলা উপজেলায় , ১০ আগস্ট ২০২৫:গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হিজলা উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এই মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িত সকল খুনিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি—ফাঁসির দাবি জানান। পাশাপাশি তারা সাংবাদিকদের নিরাপদভাবে পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।সমাবেশে হিজলা উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত