মোঃ শামীম হোসেন- স্টাফ রিপোর্টার
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ০৯ আগষ্ট (শনিবার) বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে সিটি কর্পোরেশন ফুটবল একাদশ ও জুলাই যোদ্ধা ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি’র) প্রশাসক মোঃ ফিরোজ সরকার। প্রধান অতিথি ফুটবল ম্যাচের শুরুতে জুলাই যোদ্ধা ফুটবল একাদশ ও সিটি কর্পোরেশন ফুটবল একাদশ এর দলীয় অধিনায়কদের মাঝে জার্সি বিতরণ শেষে খেলাটির উদ্বোধন করেন। খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলা শেষে প্রধান অতিথি উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। খুলনা সিটি কর্পোরেশন, বিভাগীয় ও জেলা প্রশাসন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, কেসিসি’র প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মশিউজ্জামান খান, জেলা প্রশাসন ও কেসিসি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।