প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৫, ৭:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ২:০৪ পি.এম
কাজিপুরে মৎস্যজীবি সমিতির আড়ালে চায়না দুয়ারী জালের রমরমা ব্যবসা
শ্পেশাল প্রতিনিধি :আব্দুর রহিম
সিরাজগঞ্জের কাজিপুরে মৎস্যজীবি সমিতির আড়ালে চায়না দুয়ারী জালের রমরমা ব্যবসার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) সুমন মিয়ার বিরুদ্ধে৷বৃহস্পতিবার দুপুরে কাজিপুর উপজেলার বগারমোড় যমুনা নদীর ঘাটে দুই গাড়িতে প্রায় ৫০ পিচ চায়না দুয়ারী জালসহ তার ভাই খোকন কে আটক করেন স্থানীয় জেলেরা, জাল সহ আটকের খবর দ্রুত সেখানে ছুটে যান মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক সুমন মিয়া,তিনি নিজেকে মৎস্য জীবি সমিতির নেতা পরিচয় দিয়ে জোর করে চায়না দুয়ারী জাল নৌকা যোগে নিয়ে চলে যান,এবং জেলেদের শাসিয়ে যান৷জেলেদের মধ্যে সুশান্ত বলেন মৎস্যজীবি সমিতির ভয় দেখিয়ে প্রায়ই নদীতে অভিযান দেয় এই সুমন,এবং অভিযান দিয়ে তারা জাল পোড়ানোর কথা বলে জাল গুলো তাদের বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে তারা গোপনে জাল বিক্রি করে আসছে দীর্ঘদিন ধরে৷আরেক জেলে সুকুমার সরকার জানান এইসব অবৈধ চায়না জালের জন্য আমরা জেলেরা নদীতে মাছ পাচ্ছি না,আমাদের একমাত্র ইনকামের পথ মাছ ধরা, আমরা যদি মাছই ধরতে না পারি তাহলে চলমু কেমনে৷চায়না দুয়ারী জালের ব্যবসার বিষয়ে জানতে চাইলে সুমন মিয়া জানান, আমার ভাই অনেক আগে থেকেই এই ব্যবসা করে আসছে, আজকে জেলেদের আটককৃত জাল সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি তার মৎস্য জীবি সমিতির সভাপতির সাথে কথা বলতে বলেন৷জেলা মৎস্য জীবি সমিতির সভাপতি শফিকুল ইসলাম মিন্টু মুঠো ফোনে জানান আপনি যা লেখার লেখেন,সুমনের সাথে কথা বলে দেখছি৷উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক গনমাধ্যমকে জানান এরকম অভিযোগ শুনেছি লিখিত আকারে আমরা পাই নাই, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে৷
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত