হিজলা উপজেলা প্রতিনিধিঃ আলমগীর হোসাইন
২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যাকারী স্বৈরাচার খুনি হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলার সভাপতি সৈয়দ মুজাম্মেল হক মাকসুদ এর নেতৃত্বে র্যালি ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় মিছিলটি উপজেলার খুন্না বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে হাসপাতাল রোড ও টেকের বাজার প্রদক্ষিণ করে হিজলা উপজেলার মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়ার মাধ্যমে কর্মসূচি সম্পন্ন হয়।সংক্ষিপ্ত পথসভায় সৈয়দ মোজাম্মেল হক মাকসুদ বলেন গত বছরের এই দিনে খুনি ফ্যাসিস্ট সরকারের গতন হয়েছে। স্বৈরাচার খুনি হাসিনা জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। যাদের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারের পতন করেছি আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামন করছি ও যারা এখনো আহত হয়েছেন তাদেরকে উন্নত মানের চিকিৎসার জন্য সরকারের নিকট অনুরোধ করছি। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা আব্দুল্লাহ বিন কালাম, মাওলানা রুহুল আমিন সাইফী সভাপতি জাতীয় শিক্ষক ফোরাম, ইসলামী যুব আন্দোলন হিজলা উপজেলার সভাপতি কাজী মাহফুজ কে এম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মোস্তফা নোমানী, কাঞ্চন সরদার সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন, এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠনের থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।মাওলানা আব্দুল্লাহ বিন কালাম জুলাই মাসে সংঘটিত ষড়যন্ত্র ও গণতন্ত্রবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং জাতিকে ইসলামী মূল্যবোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।