প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ৭:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ৩:১৮ পি.এম
ঝিনাইগাতীতে মাহবুব আলী খানের শাহাদাত বার্ষিকী পালিত
মোঃ আনোয়ার হোসেন (শেরপুর) সংবাদদাতাঃ
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার টেলিযোগাযোগ, কৃষি মন্ত্রী ও নৌ বাহিনীর প্রধান মরহুম মাহবুব আলী খানের ৪১ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।বুধবার ৬ জুলাই সকাল ১১ টায় ঝিনাইগাতী বাজারের মদিনাতুল উলুম কাওমি মাদ্রাসায় মাহবুব আলী খান স্মৃতি সংসদ মালোএশিয়ার উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও দোওয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, তিনি তার বক্তব্য বলেন মাহবুব আলী খান ছিলেন সৎ সাহসী ও দক্ষ একজন নৌবাহিনী অফিসার। রাজনৈতিক সময়ে দেশ পরিচালনা ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন
মৌলানা মোঃ সুরুজ্জামান, ঝিনাইগাতী বাজার বড় মসজিদের ইমাম মুফতি খালিছুর রহমান, উপজেলা উলামা দলের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ জহুরুল হক প্রমুখ। পরে দোওয়া মাহফিল অনুষ্ঠানে মোনাজাতে অংশ গ্রহন করেন মৌলানা মোঃ সুরুজ্জামান। উল্লেখ্য, মরহুম মাহবুব আলী খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শশুর। দোওয়া মাহফিলে মরহুম মাহবুব আলী খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত