ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম
জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে শেরপুরের ঝিনাইগাতীতে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন এ র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।র্যালিটি ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের ধানহাটি মোড় থেকে শুরু হয়ে উপজেলা স্টেডিয়াম হয়ে হাসপাতাল প্রদক্ষিণ শেষে পুনরায় ধানহাটি মোড়ে এসে শেষ হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষ অংশ নেয়।পরে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান আকন্দ। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল।সমাবেশে তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপরেও এখনও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।তিনি, এ উপজেলার শহিদ শারদুল আশীষ সৌরভ, শহিদ আশরাফুল ইসলাম ও শহিদ শাহাদাত হোসেনসহ জুলাই গণ-অভ্যুত্থানে দেশের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে খুনি হাসিনাসহ তার সঙ্গে সম্পৃক্ত সকল খুনিদের দ্রুত সময়ের মধ্যে শাস্তির দাবি জানান এ নেতা।সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নানের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য দেন শেরপুর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আবু রায়হান রুপন, যুগ্ন আহ্বায়ক মো. কামরুল ইসলাম ও ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো. লুৎফর রহমান।বিজয় র্যালি ও সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।