1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় মাঠে নেমেছে নৌবাহিনী, চলছে তল্লাশি আজ সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪২ জন ভারতীয় ওমরাহ যাত্রী নিহত হয়েছেন বিয়েবার্ষিকীর দিন মৃত্যুদণ্ডাদেশ পেলেন শেখ হাসিনা ‘নো প্রোমোশন নো ওয়ার্ক’ কর্মসূচি বগুড়ার দুই কলেজে কর্মবিরতিতে শিক্ষা কার্যক্রম ব্যাহত আশঙ্কা মহানগরী জামায়াতের পক্ষ থেকে বই উপহার দিয়ে বিদায়ী ডিসিকে শুভেচ্ছা খুলনায় ১”ঘণ্টার ব্যবধানে ৪”জনকে গু’লি ও গ’লা কেটে হ’ত্যা. কুমিল্লা টাউন হলে চৌধুরী সায়মা ফেরদৌসীর বক্তব্য: মনিরুল হক চৌধুরীর পক্ষে ‘জেন-জি জোয়ার’ সৃষ্টি হওয়ার প্রত্যাশা আন্দোলনরত অবস্থায় শিক্ষিকা ফাতেমা আক্তার মারা গেছেন কুয়েতে “কুমিল্লা বিভাগ” নামে পরিপত্র জারিপূর্বক প্রশাসনিক কার্যক্রম চালুর দাবি খুলনায় পুলিশ সদস্যদের জন্য আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ ভিজিট করলেন আইজিপি

নরসিংদীর শিবপুরে অসহায় পরিবারের ঘর ভেঙে দিলো প্রভাবশালীরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি নরসিংদী

নরসিংদীর শিবপুর উপজেলার হিজুলিয়া গ্রামে এক অসহায় পরিবারের বসতঘর আংশিক ভাঙচুর করেছে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি। অথচ ভাঙচুরের পেছনে যে ‘রাস্তার প্রয়োজন’ দেখানো হয়েছে, সেটি পাশেই বিদ্যমান ছিল এবং চলাচলের জন্য যথেষ্ট ছিল বলেই জানিয়েছেন স্থানীয়রা।ভুক্তভোগী মোঃ দুলাল মিয়া জানান, তিনি বৈধভাবে চন্দনদী মৌজার খতিয়ান অনুযায়ী ২ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘ ৯ বছর ধরে সেখানে পরিবার নিয়ে বসবাস করছেন। জনস্বার্থে রাস্তার জন্য ৩ ফুট জমিও ছেড়ে দিয়েছিলেন তিনি। তারপরও প্রভাবশালীরা তাঁর ঘরের একাংশ ভেঙে দেয় এবং পুরো ঘর সরিয়ে না নিলে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেয়।স্থানীয়রা জানান, দুলালের ঘরের পাশেই আগে থেকেই একটি চলাচলের উপযোগী কাঁচা রাস্তা ছিল, যা সংস্কার করলেই ব্যবহারযোগ্য হতো। তাই নতুন করে ঘর ভাঙার প্রয়োজন ছিল না। তারা বলেন, “এটি কোনো উন্নয়নমূলক কাজ নয়, বরং অসহায় পরিবারকে উচ্ছেদ করার অপচেষ্টা।”ভুক্তভোগী দুলাল মিয়া বলেন, “আমার স্ত্রী-সন্তান নিয়ে এখন কোথায় যাব? আমি জনস্বার্থেই রাস্তার জন্য জায়গা দিয়েছি, তার পরেও শান্তিতে থাকতে পারছি না। প্রশাসনের সহায়তা চাই।”শিবপুর মডেল থানার ওসি জানান, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। অনেকেই মনে করছেন, উন্নয়নের নামে প্রভাবশালীরা ব্যক্তি স্বার্থে সাধারণ মানুষের উপর জুলুম করছে, যা এখনই বন্ধ করা দরকার।মানবাধিকারকর্মীরা বলছেন, প্রকৃত রাস্তার প্রয়োজনে নয়, বরং দখল ও আধিপত্য বিস্তারের অপচেষ্টা থেকেই এই ঘটনা ঘটেছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে দুর্বল রাস্তা সংস্কার ও দুলাল মিয়ার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট