মোঃ শামীম হোসেন- স্টাফ রিপোর্টার
০৫ আগষ্ট জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৫ পালনে দাকোপে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জুবায়ের জাহাঙ্গীর, দাকোপ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, খুলনা জেলা বিএনপির সদস্য শেখ শাকিল আহমেদ দীলু, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আক্তারুজ্জামান, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন, জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী মোঃ রেজাউল শেখ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম হালদার, কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, চালনা এম এম কলেজের অধ্যক্ষ অসীম কুমার থান্দার, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক অহিদুজ্জামান, চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচীব, আলামিন সানা প্রমুখ। আলোচনা শেষে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন চালনা হেড কোয়ার্টার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শাহ আলম মীর। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়।