সৌদি আরবে টাংগাইলের জাবেদ আলীর গাড়ি ছিনতাই, ছুরিকাঘাতে আহত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ৪ আগস্ট, ২০২৫
-
৮
বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি
রিয়াদ, সৌদি আরব –এক হৃদয়বিদারক ঘটনা ঘটে গেছে গত শনিবার বিকেল ৪টার সময়, যখন টাংগাইলের ঘাটাইল থানার বাসিন্দা জাবেদ আলী সৌদি আরবের রিয়াদ শহরের নতুন হারেজ এলাকার ৬ নম্বর গেটের সামনে এক ছিনতাইয়ের শিকার হন।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এক সৌদি নাগরিক হঠাৎ করে জাবেদ আলীর গাড়িটি ছিনতাই করার চেষ্টা করে। প্রতিরোধ করতে গেলে ওই ব্যক্তি জাবেদ আলীর হাতে ছুরি দিয়ে আঘাত করে, যার ফলে তাঁর হাতের রগ কেটে যায়। গুরুতর আহত অবস্থায় জাবেদ আলীকে রিয়াদের এক হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি ইমারজেন্সি বিভাগে চিকিৎসাধীন।ছিনতাই হওয়া গাড়িটির প্লেট নাম্বার হলো 9788 BNJ। এখন পর্যন্ত গাড়ির কোনো সন্ধান পাওয়া যায়নি।জাবেদ আলীর পরিবার এবং স্বজনরা সকলের কাছে দোয়ার আবেদন জানিয়েছেন যেন আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করেন। পাশাপাশি, যদি কেউ ছিনতাই হওয়া গাড়িটি কোথাও দেখতে পান বা এর কোনো তথ্য পান, তাহলে দয়া করে নিকটস্থ থানায় অথবা জাবেদ আলীর পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।এ জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে প্রবাসীদের সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।সকলের কাছে দোয়া ও সহানুভূতি কাম্য।গাড়ির তথ্য: 9788 BNJ ছিনতাইয়ের স্থান: রিয়াদ, নতুন হারেজ, গেট ৬ আহতের নাম: জাবেদ আলী স্থায়ী ঠিকানা: ঘাটাইল থানা, টাংগাইল, বাংলাদেশ
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন