ত্রান চাইনা রাস্তা চাই কাজিপুরে গোদারবাগ এলাকাবাসীর মানববন্ধন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ৪ আগস্ট, ২০২৫
-
৬
বার পড়া হয়েছে

শ্পেশাল প্রতিনিধিঃমোঃআব্দুর রহিম
সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়নের গোদারবাগ বাজার হইতে উত্তর গোদার বাগ পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা নির্মাণের দাবি নিয়ে উত্তর গোদারবাগ গ্রামের মেঠো পথের পাশে এলাকা বাসীর প্রানের দাবী ত্রান চাইনা রাস্তা চাই বলে মানববন্ধন করেন। ৪/৮/২৫ ইং সোমবার সকাল ১১ ঘটিকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন এ প্রায় দেরহাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন। মানব বন্ধনে গোদারবাগ গ্রামের কৃতিমান ছাত্ররা ও মুরুব্বিগন বক্তব্য রাখেন। বক্তব্যে বলেন এই গোদারবাগে প্রায় ২০ হাজার লোকের বসবাস এবং প্রায় ৮০০ ছেলেমেয়েরা তিন কিলোমিটার পথ পারি দিয়ে বিভিন্ন স্কুলে পড়াশোনা করে। এলাকাটি নিম্নাঞ্চল বলে প্রায় ছয় মাস পানি বন্দি থাকে কাদামাটি পারিদিয়ে যাতায়াত করা খুবই কষ্টকর। গর্ববতী মায়েদের সু চিকিৎসা করার কোন ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে এমনকি প্রানহানিও ঘটে। এলাকার প্রায় মানুষই কৃষি নির্ভরশীল।বিগত ২০ বছরে কোন উন্নয়নের ছোয়া লাগেনি এই গ্রামে।
তাই মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের সু দৃষ্টি কামনা করেন এলাকাবাসী। সরকার ও প্রশাসনের প্রতি এলাকাবাসীর প্রানের দাবী সরেজমিনে তদন্ত সাপেক্ষে জরুরি ভিত্তিতে রাস্তা নির্মাণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশাবাদী ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন