প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৯:১০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৯:৪০ এ.এম
“খালেদা জিয়া শুধু মানবতার মা ই নন, তার নেতৃত্বে এক বিরল দৃষ্টান্ত”— কাজিপুর চরগিরিসে বললেন কনকচাঁপা
শ্পেশাল প্রতিনিধিঃ
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেগম খালেদা জিয়া শুধু একটি নাম নয়—একটি অনুপ্রেরণার প্রতীক। তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে তিনি প্রমাণ করেছেন, সাহস, প্রজ্ঞা ও দূরদৃষ্টি নিয়ে নারী ও নেতৃত্ব দিতে পারে একটি জাতিকে।এই নেত্রীকে “এক বিরল দৃষ্টান্ত” হিসেবে উল্লেখ করেছেন বিএনপি নেত্রী ও বিশ্বের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।গত শনিবার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিস ও মুনসুর নগর ইউনিয়নে বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন-বেগম জিয়া দেশের গণতন্ত্র রক্ষায় আন্দোলন-সংগ্রাম ও কারাবরণ করেছেন। তাঁর মতো রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন নারী বিশ্ব রাজনীতিতেও বিরল।”নিজের শিকড়ের কথা জানিয়ে কনকচাঁপা বলেন, তাঁর দাদাবাড়ি মাইজবাড়ি, নানা হরিনাথপুরের মজিবর রহমান ছিলেন শিক্ষক, বাবা আজিজুল হক মোর্শেদ ছিলেন পানি উন্নয়ন বোর্ডের ডেপুটি ডিরেক্টর।২০১৪ সালে বিএনপিতে যোগ দিয়ে তিনি ২০১৮ সালে সিরাজগঞ্জ-১ আসনে জাতীয় নির্বাচনে অংশ নেন। তখনকার সরকার তাকে পুরোপুরি নিষিদ্ধ করেছিল বলেও তিনি জানান।তিনি আরও বলেন-“আমি শুধু একজন শিল্পী নই, দায়বদ্ধ একজন মানুষ হিসেবে দেশের অনাথ শিশু, অসহায় মানুষ ও বৃদ্ধ মানুষদের নিয়ে পুনর্বাসন করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি,পাশাপাশি আমার কাজিপুরের মানুষের পাশে থাকতে চাই।কাজিপুরের সকল প্রকার উন্নয়ন মুলক কাজ করে কাজিপুরকে একটি মডেল উপজেলা হিসেবে কাজিপুর বাসীকে উপহার দিতে পারবো বলে আশাবাদী। আগামী দিনের কাজিপুর হবে দুর্নীতি মুক্ত ও মিথ্যাচার মুক্ত কাজিপুর। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রীর মুক্তির আন্দোলনে তৃণমূলের ভূমিকা অপরিসীম। আপনারা পাশে থাকলে ধানের শীষ প্রতীক নিয়ে কাজিপুরের উন্নয়নে কাজ করতে চাই।”প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি শ্রী অমর কৃষ্ণ দাশ।প্রধান বক্তা ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সেলিম রেজা।বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা, প্রভাষক মো. আব্দুস সালাম , আলহাজ্ব মিজানুর রহমান বাবলু,সাজ্জাদুর রহমান বাবলু সহ সকল নেতা কর্মী।অ্যাডভোকেট রবিউল হাসান সাহেব দলীয় দিকনির্দেশনা মুলক অগ্নিঝরা বক্তব্য রাখেন এবং সকলকে নিয়ে স্লোগানে মুখরিত করেন লাইলাহা ইল্লালাহ ধানের শীষে বিসমিল্লাহ।চরগিরিসের বিভিন্ন জনসাধারন বলেন,রুমানা মোর্শেদ কনকচাপা “উনি আমাদের মনের কথা বলেন। তাঁর মুখে দেশের কথা শুনে মনে হয়, তিনিই আমাদের প্রকৃত প্রতিনিধি হতে পারবেন। নির্বচনী প্রার্থী হিসেবে“অনেকেই আসেন, কিন্তু উনার মতো আন্তরিকভাবে কেউ কথা বলেননি। আমরা তাঁকে সমর্থন করি।”কনকচাঁপা আপা শুধু শিল্পী নন, তিনি একজন ভালো মানুষও। এলাকাবাসীর জন্য তাঁর চেষ্টাই তার প্রমাণ।”
মোঃআব্দুর রহিম স্পেশাল প্রতিনিধি অভিযান নিউজ টিভি।
০৩/৮/২৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত