প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৫, ৭:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৩:২৭ পি.এম
শ্রদ্ধাঞ্জলি ও শোকবার্তা
গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় শাল্লা উপজেলা বিগত পরিষদের চেয়ারম্যান বাবু এড.অবনী মোহন দাস
আর আমাদের মাঝে নেই
তিনি আজ [2/8/25 ]-এ শেষ নিঃশ্বাস ত্যাগ পরলোকে গমন করেছেন,
( দহেয়ং সর্বগাত্রাণি।
দিব্যান লোকান স গচ্চতু।।)
তিনি ছিলেন একজন সৎ, দক্ষ এবং জনকল্যাণে নিবেদিতপ্রাণ মানুষ। উনার অবদান আমাদের সমাজ ও উন্নয়নে স্মরণীয় হয়ে থাকবে।আমরা উনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।প্রভু যেন উনাকে চিরশান্তি দান করেন।আর কি লিখব লিখার ভাষা হারিয়ে পেলেছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত