রোডস এন্ড হাইওয়ের অফিসের পরিচালকের পদত্যাগ এর দাবিতে সড়ক অবরোধ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
-
২১৫
বার পড়া হয়েছে

আর ১আগস্ট, রোজ শুক্রবার, সকাল ১০ ঘটিকার সময়, নারায়ণগঞ্জের বন্দর থানায়, চৌধুরী বাড়ি চৌরাস্তা সড়কের, অবরোধ কর্মসূচি পালিত ।আয়োজনে ,বন্দরের সাধারণ ছাত্র ও জনতা,কর্মসূচিতে যারা উপস্থিত ছিলেন,মোঃ মনিরুল ইসলাম মনি,মোঃ আলিমুন ইসলাম,মেহেবুবা আক্তার,মাওলানা মাহমুদুল হাসান জিহাদী,তানভীর জিসান,রিফাত হোসেন,মোঃ স্বাধীন,আবির হোসেন চৌধুরী,আশিকুর রহমান চৌধুরীর অভি, সহ বিভিন্ন ছাত্র জনতার অংশগ্রহণ করেন।তাদের দুই দাবি নিয়ে আস্থা অবরোধের কর্মসূচি পালিত হয়,
১, রোডস এন্ড হাইওয়ের নারায়ণগঞ্জের অফিসের, পরিচালকের পদত্যাগ,
২, সম্পূর্ণ রাস্তা পূর্ণ সংস্কার করে আফায়াতের ব্যবস্থা নিরাপদ করা,
কর্মসূচিতে বিভিন্ন, ছাত্র জনতা, এলাকার নেতৃবৃন্দ, সহ, বাস স্ট্যান্ড এর নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।দীর্ঘদিনের দাবি, উক্ত সড়কটি, রাস্তা চলাচলের বিঘ্ন ঘটেতেছে, রাস্তা ভেঙ্গে এমন পরিস্থিতি হয়েছে যে প্রতিদিন এই এ রাস্তা দিয়ে দুর্ঘটনা ঘটিতেছে,ছাত্রদের রিক্সা টেম্পু উল্টে গিয়ে মারাত্মক আকারে আহত ও মৃত্যু বরণ করিতেছে।পরিচালকের কাছে বহুবার আবেদন করেও তাহার কোন প্রতিকার , না পেয়ে বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য রাস্তা বন্ধ করার কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছে।ছাত্র জনতা আরও হুশিয়ার কইরা দেন, তারপরও যদি প্রশাসক, রোডস এন্ড হাইওয়ে, পরিচালক মহোদয়, উক্ত বিষয়ে বর্ণপাত না করেন, আগামীতে বিশাল আকারে কর্মসূচি দিতে বাধ্য থাকিবেন।অবরোধ কর্মসূচি চলাকালে, বন্দর নবীগঞ্জ মদনগঞ্জ, এর ট্রাক লড়ি এবং বিভিন্ন যানবাহনে পুরা রাস্তা বন্ধ হয়ে যায়।কর্মসূচিতে এলাকাবাসী আনন্দের শহীদ অংশগ্রহণ করেন এবং তাদের দাবি যুক্তি বলে মনে করেন।ছাত্র-জনতা উত্তর কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সমাপ্ত ঘোষণা করেন।
মোহাম্মদ নাজির খান জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন