আজ শাল্লা উপজেলা বি এন পির ইউনিয়ন কমিটি গঠন করা হয়
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
-
২৬২
বার পড়া হয়েছে
Oplus_16908288

শালা উপজেলা প্রতিনিধি: অনুজিত সরকার বাহাড়া ইউনিয়ন কমিটিতে আহ্বায়ক হিসাবে স্থান পায়, তরুন প্রজন্মের আইডল,সাইদ হুসেন( সাগর)শাল্লা উপজেলা , বাহাড়া ইউনিয়নের বি এন পির আহ্বায়ক হিসেবে নির্বাচিত করায় সুনামগঞ্জ জেলা বি এন পিকে বাহাড়া ইউনিয়নবাসির পক্ষথেকে শুভেচছা ও অভিনন্দন, উনার বিষয়ে এলাকার মানুষের সাথে কথা বল্লে, তারা বলেন, ইউনিয়নের হিন্দু মুসলিম সকল শ্রেণির মানুষ খুবই আনন্দিত,, তারা মনে করে এখন এলাকায় শান্তিবিরাজ করবে। আমরা উনার পদ পাওয়ার বিষয়ে কথা বলতে গেলে উনি এলাকাবাসীর উদ্দেশে বলেন,আমি সবসময় আমার এলাকার সাধারন মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো,জনগনের সেবায় বি এন পি সব সময় জনগনের পাশে আছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন