প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ১০:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৫:৪৯ এ.এম
“মেহেরপুর জেলা হেযবুত তওহিদের উদ্যোগে কর্মী সম্মেলন ও পরিচিতি সভা”
তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।
*মেহেরপুর জেলা হেযবুত তওহীদের উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মী সম্মেলন ও জেলা কমিটির পরিচিতি সভা* অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) সকাল ১০টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শত শত নেতা-কর্মীদের মিলনমেলায় পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি সাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হেযবুত তওহীদের কেন্দ্রীয় সমন্বয়কারী নিজাম উদ্দীন।বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ, কুষ্টিয়া আঞ্চলিক সভাপতি জোসেব উদ্দীন কেন্দ্রীয় কমিটির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম।অনুষ্ঠান শেষে মেহেরপুর জেলা হেযবুত তওহীদের ২২ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে সাহারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে জাহিদ মাহমুদের নাম ঘোষণা করা হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক জাহিদ মাহমুদ, খুলনা বিভাগীয় নারী সম্পাদক জেরিন সাইয়ারা এবং মেহেরপুর জেলা নারী সম্পাদক তানজিমা খাতুন রুমা সহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।এই কর্মী সম্মেলন ও পরিচিতি সভা হেযবুত তওহীদের সংগঠনগত কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি জেলার নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত