ফুটপাত দখলমুক্ত করতে গোপালপুরের ইউএনও’র কঠোর অবস্থান অভিযান
                    
					
					
				 	
					
					
					 
                        
                            
                            
                                
                                    
										
										
																			
								প্রতিনিধির নাম :								
																
								
								
                                    
                                    
                                        
                                            -    
											প্রকাশিত: 
																						বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫											
												
																																			
-  
											 
																																			৬০																				   
																						বার পড়া হয়েছে  
											
                                  
                                 
                             
                         
                     
					
					
						
					
					
                    
                         
						 
							
							 
                     
                    
                        
টাঙ্গাইল জেলা প্রতিনিধি তাজলিমা খাতুন।
টাঙ্গাইল জেলার গোপালপুর বাজারে অবৈধভাবে দখল করে যেসব দোকানপাট করা হয়েছিল তার বিরুদ্ধে আজ কঠোর পদক্ষেপ নিয়েছে গোপালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তুহিন হোসেন। তার নেতৃত্বে আজ বুধবার (৩০ জুলাই) সকালে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।অনেকদিন ধরেই গোপালপুর বাজারের মূল সড়কের দুপাশের ফুটপাত দখল করে অবৈধ দখলদাররা জনগণের ভোগান্তি সৃষ্টি করে ব্যবসা চালিয়ে আসছে।এর ফলে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়ে জনমনে তীব্র অসন্তোষের কারণ হয়েছে। এই বিষয়টির উপর গুরুত্বারোপ করেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন গোপালপুরের উপজেলা ও পৌর প্রশাসক।
এই অভিযানে বেশ কয়েকটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয় এবং ব্যবসায়ীদের সর্তক করে ঘোষণা দেয়া হয় এখন থেকে এই দখলমুক্ত অভিযান নিয়মিত চলবে। এছাড়াও ভবিষ্যতে আর কেহ যেন অবৈধভাবে ফুটপাত দখল করে জনভোগান্তির সৃষ্টি না করেন এই বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ ও সতর্ক করা হয়।
এসময় ইউএনও মো: তুহিন হোসেন বলেন, পথচারীদের নিরাপদ চলাচলের স্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতেই হবে। সরকারি জায়গা দখল করে কেউ ব্যবসা করলে তার বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব।অভিযানে সহযোগিতা করেন গোপালপুর থানার পুলিশ সদস্যরা ও গোপালপুর পৌরসভা ও স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।এই উচ্ছেদ অভিযান এলাকার সকল পর্যায়ের জনসাধারণের মনে স্বস্তি দিয়েছে। তারা সকলেই আশা প্রকাশ করেছেন ধারাবাহিক ভাবে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে এভাবে অভিযান পরিচালনা করলে গোপালপুর অবশ্যই হবে এক পরিচ্ছন্ন গোপালপুর। অভিযান নিউজ টিভি সংবাদ গোপালপুর টাঙ্গাইল।
                     
					
					
					
					
										
                    
                        
সংবাদটি শেয়ার করুন
                    
                    
					
					
					
					 
			 				   
				   	
			 
			 				   				
				
					
									
                    
                       আরো সংবাদ পড়ুন