প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৫, ১০:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ১১:০৬ এ.এম
নরসিংদীর রায়পুরায় কনটেন্ট ক্রিয়েটর ও ক্যামেরাম্যানকে জিম্মি করে অর্থ ও সরঞ্জাম ছিনতাই: মুক্তিপণের অভিযোগ
তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।
নরসিংদী, ২২ জুলাই ২০২৫: নরসিংদীর রায়পুরা থানাধীন সায়েদাবাদ চর এলাকায় ভিডিও তৈরির সময় জিম্মি করে নগদ অর্থ, মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম ছিনতাইয়ের শিকার হয়েছেন এক কনটেন্ট ক্রিয়েটর ও তাঁর ক্যামেরাম্যান। অভিযুক্তরা তাঁদের আটকে রেখে মুক্তিপণও আদায় করেছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী কনটেন্ট ক্রিয়েটর মো. শাকিল মিয়া (২৩), পিতা- বোরহান উদ্দিন, সাং- রাজাবাড়ী, পোঃ মরজাল, ইউপি- মরজাল, থানাঃ রায়পুরা, জেলাঃ নরসিংদী, রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ অনুযায়ী, গত ২২ জুলাই, ২০২৫ তারিখে সকাল সাড়ে ৭টার দিকে তিনি তাঁর ক্যামেরাম্যান জয় খন্দকার-এর সাথে সায়েদাবাদ চর এলাকায় ভিডিও তৈরির জন্য যান।
সেখানে উপস্থিত হওয়ার পরপরই বিবাদী ১। জাহিদুল ইসলাম (২৪), পিতা- দুলা মিয়া, ২। আরমান (২৬), পিতা- অজ্ঞাত, এবং ৩। মাসুদ মিয়া (২৩), পিতা- অজ্ঞাত, সর্বসাং- সায়েদাবাদ, পোঃ সদাগরকান্দি, ইউপি- শ্রীনগর, তাঁদের দিকে এগিয়ে আসে। অভিযোগপত্রে শাকিল মিয়া উল্লেখ করেন যে, অভিযুক্তরা তাঁদের দেখামাত্রই জিম্মি করে এবং তাঁদের কাছে থাকা সমস্ত জিনিসপত্র দাবি করে।
তাঁরা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা শাকিল মিয়া এবং জয় খন্দকার উভয়কেই বেধড়ক মারধর শুরু করে। এই মারধরের একপর্যায়ে অভিযুক্তরা তাঁদের কাছ থেকে নগদ ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা, শাকিল মিয়ার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স (আনুমানিক মূল্য ১,৪২,০০০ টাকা) এবং জয় খন্দকারের আইফোন থারটি প্রো ম্যাক্স (আনুমানিক মূল্য ১,১৮,০০০ টাকা) ছিনিয়ে নেয়।
ছিনতাইয়ের পর অভিযুক্তরা তাঁদের আটকে রেখে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা মুক্তিপণ দাবি করে। ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে ০১৭৩৭৩৮১৮৭১ নগদ নম্বরে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা এবং ০১৮১৩৬৪২৭১১ বিকাশ নম্বরে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা পাঠানো হয়। এছাড়াও, শাকিল মিয়ার দুলাভাই মো. সোহেল মোল্লা অভিযুক্তদের হাতে সরাসরি ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা প্রদান করেন। এভাবে মোট ৮৫,০০০/- (পঁচাশি হাজার) টাকা প্রদান করার পর বিকেল ৫টার দিকে অভিযুক্তরা তাঁদের ফোনসহ মুক্তি দেয়।
ঘটনাটি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অনেকেই অবগত আছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। রায়পুরা থানা পুলিশ এই অভিযোগের ভিত্তি ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত