প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৬:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ২:০৩ পি.এম
নন্দীগ্রামে লুণ্ঠিত গরু জয়পুরহাটের পাঁচবিবিতে উদ্ধার, চোর গ্রেপ্তার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে গোয়াল ঘর থেকে লুণ্ঠিত গরু জয়পুরহাটের পাঁচবিবি পশুর হাট থেকে উদ্ধার করেছে পুলিশ। অভিযান চালিয়ে জড়িত চোর সাবু মিয়াকে (৪৬) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি জয়পুরহাট সদর উপজেলার কুশলিয়া এলাকার আব্দুল গণির ছেলে।গতকাল বুধবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করে পুলিশ। থানার ওসি মোজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার সাবু মিয়া চোরাই গরু হাটে নিয়ে বিক্রি করতেন। সংঘবদ্ধ অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।জানা গেছে, গত শনিবার রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের দেওতা গ্রামের গোয়াল ঘর থেকে ৫টি গরু চুরি হয়। পরদিন থানায় লিখিত অভিযোগ হলে তৎপর হয় পুলিশ। মঙ্গলবার জয়পুরহাটের পাঁচবিবি গরুর হাটে অভিযান চালিয়ে একটি গরু উদ্ধারসহ চোরকে গ্রেপ্তার করে। বাকি গরুগুলো উদ্ধারে অভিযান চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত