সুন্দরবনের পূর্বাঞ্চলে চোরা শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়া একটি মায়াবী হরিণ ও একটি বন্য শুকর উদ্ধার করেছে বন বিভাগের টহল দল
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
-
৩
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
শিকারির ফাঁদে আটকা পড়া জীবিত হরিণ উদ্ধার করেছে বন বিভাগের টহল দল। রোববার (২৭ জুলাই) বিকেলে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের অন্তর্গত ঝাপসি ও মরা পশুর টহল ফাঁড়ির মধ্যবর্তী বয়ারশিং বনাঞ্চলে অভিযান চালিয়ে ফাঁদে আটকে থাকা প্রাণীগুলো উদ্ধার করা হয়। এ সময় বনরক্ষীরা তিন হাজার ফুট নাইলনের তৈরি হরিণ শিকারের মালা ফাঁদ জব্দ করেন। বন বিভাগ জানায়, চাঁদপাই রেঞ্জের স্মার্ট টিম–২ এর ফরেস্টার নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল পায়ে হেঁটে ওই অঞ্চলে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় তারা বনের গভীরে শিকারিদের পেতে রাখা ফাঁদে আটকে থাকা একটি হরিণ ও একটি শুকর দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা ফাঁদ কেটে প্রাণিগুলোকে মুক্ত করে। বন কর্মকর্তারা জানান, হরিণটি ফাঁদে আটকে কিছুটা আঘাতপ্রাপ্ত হয়, তবে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেটিকে সুস্থ করা সম্ভব হয়। অপরদিকে, শুকরটি মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই দৌড়ে বনের গভীরে পালিয়ে যায়। পরবর্তীতে বনের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ফাঁদ উদ্ধার করা হয়। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, ‘বনের জীববৈচিত্র্য রক্ষায় বনরক্ষীরা নিয়মিত অভিযান পরিচালনা করছে। রোববার সন্ধ্যায় চোরা শিকারিদের ফাঁদে আটকা পড়া হরিণ ও শুকর উদ্ধার করা হয়েছে এবং হরিণটিকে চিকিৎসার পর আবারও সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।’তিনি আরও বলেন, ‘চোরা শিকারিদের দমন ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় আমাদের অভিযান আরও জোরদার করা হবে।’
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন