প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ১০:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ১:৪৪ পি.এম
মাসুদুজ্জামান , মাসুদ , অগ্নিকাণ্ডে হকার্স মার্কেটের দোকানদের মাঝে ক্ষতিপূরণ প্রদান করেন
মোছাম্মৎ পারভিন আক্তার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধ আজ ২৯ শে জুলাই, রোজ মঙ্গলবার, দুপুর তিন ঘটিকার সময়, ডন চেম্পার ফিলোসিভিয়া স্কুলের নিচ তলায়, হকার্স মার্কেট চাষাড়ায় , অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তের ২৫ থেকে ৩০ জন দোকানদারদের মাঝে, ২০ হাজার টাকা করে অর্থ প্রদান করেন,উক্ত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাসুদুজ্জামান মাসুদ, পরিচালক মডেল গ্রুপ নারায়ণগঞ্জ,বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক।সভাপতি তো করেন,মোহাম্মদ আনোয়ার হোসেন আনু,সঞ্চালনায় ছিলেন, মোঃ শওকত হোসেন শুকু, সাদেক ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর,উপস্থাপনায়, মোহাম্মদ রিপন প্রবীণ সাংবাদিক নারায়ণগঞ্জ জেলা, বিএনপির সাবেক নেতা।শওকত ইসলাম রানা স্বেচ্ছাসেবক নারায়ণগঞ্জ জেলা আহবায়ক বিএনপির,১৪ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান রনি মল্লিক,সদস্য সচিব মাহফুজুর রহমান,এনায়েত ওয়ার্ডের স্বেচ্ছাসেবী বিএনপি নেতা,মোঃ মনোয়ার হোসেন সাবেক যুবদলের সাধারণ সম্পাদক।মোঃ মনির হোসেন বিএনপি নেতা,মোহাম্মদ ইসহাক উদ্দিন, সাবেক বিএনপি নেতা,মোঃ লিপি আক্তার, মোঃ জাহাঙ্গীর, সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ,বক্তব্যে প্রধান অতিথি মোহাম্মদ মাসুদুজ্জামান মাসুদ , তাছাড়া হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তের মাঝে নগদ টাকা প্রদান করেন, ২০ হাজার টাকা করি,মহফুজ জামান মাসুদ বলেন শহীদ জিয়ার রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জে আগামী নির্বাচনে দল তাহাকে , সুযোগ দিলে নারায়ণ শহরকে আধুনিক শহরে পরিণত করবেন, সেই লক্ষ্যে নারায়ণগঞ্জ সকল জনগণের নিকট দোয়া কামনা করেন,তিনি আরো জানান দেশের স্বৈরচার চলে গেল ও এখন পর্যন্ত তাদের দোসরা নানান ভাবে, ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে,তাই ওদিকে খেল রেখে সকলকে সতর্কভাবে কাজ করার জন্য অনুরোধ জানা,ক্ষতিগ্রস্ত মাঝে নগদ টাকা প্রদান শেষে সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে চেক বিতরণের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।বের হয়ে নারায়ণগঞ্জ ডন চেম্বারে জামে মসজিদে, মিলাদ ও মসজিদ নির্মাণের লক্ষ্যে অর্থ প্রদান করেন।মিলাদ শেষ করে বিএনপির এক তেজী নেতা মরহুম, মাহমুদ এর বাসায় তার স্ত্রী কৌশলাদি জানতে জান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত