ভয়াবহ অগ্নিকাণ্ডে, দুটি দোকান সহ ৩০ টি রুম আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
-
৩
বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, হাজী মোহাম্মদ নাজির খান।২৮ শে জুলাই রোজ সোমবার, ৯ টা হইতে ৯ঃ৩০ মিনিটের মধ্যে, ৮৮/১, ও ৮৮/২, হায়দার আলী জামতলা নারায়ণগঞ্জ,সাড়ে শতাংশ জায়গার মধ্যে টিন সেটের দ্বিতীয় তালার, দুইটি দোকান সহ ২৫ টি ঘর পুড়ে ধ্বংস হয়ে যায়,আগুন লাগার চল্লিশ মিনিট পর,নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া হইতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আসে, ততক্ষণে টিন সেটের ঘর সম্পূর্ণ পড়ে ছাই হয়ে যায়,বাড়ির মালিক মোহাম্মদ রাজীব হোসেন পিতা আমির হোসেন,আগুন লাগার কারণ এলাকাবাসী মনে করছেন, মশা মারার গূলূপ হইতে এ আগুন লাগার কারণ হইতে পারে,উক্ত ২৫ টা ঘরের মধ্যে, মোসাম্মৎ লাজু স্বামী মৃত্যু মনু মিয়া, তিনটি কন্যা সন্তান নিয়ে একটি নারী বসবাস করতেন,সে একজন প্রতিবন্ধী, মানুষের সাহায্য নিয়ে তিনি চলতেন,তাহার নগদ ১০ হাজার টাকা ও কাপড় অন্যান্য জিনিসপত্রসহ প্রায় ৫০ হাজার টাকা আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, উক্ত বিধবা নারী এখন পাগলের মতন,সে এখন সকলের কাছে সাহায্য সহযোগিতা কামনা করছেন,মোছাম্মদ লাজু বেগমের মোবাইল নাম্বার ,01908969291,সে আগামীকাল কি খেয়ে বাঁচবে, তিনটি কন্যা সন্তান নিয়ে তারও কোন ব্যবস্থা নাই,ভয়াবহ আগুনের লাগার খবর পেয়ে, নারায়ণগঞ্জের বিএনপি’র সদস্য সচিব, মোহাম্মদ আবু আল ইউসুফ টিপু, ক্ষতিগ্রস্ত দের দেখতে আসেন, এবং সাহায্য সহযোগিতা আশ্বাস প্রদান করেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন