প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৬:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৫:৩১ পি.এম
নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র মানিক গ্রেপ্তার, রোমান ও বোমা সেলিম এখনো ধরা ছোঁয়ার বাইরে
বিশেষ প্রতিনিধি।
নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিককে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত রোমান এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।রোমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, দোকানপাট লুটপাটসহ একাধিক অভিযোগ উঠেছে। ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, রোমান বিভিন্ন সময় সাবেক মেয়র মানিক, আলী হোসেন শিশিরসহ আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে ঘনিষ্ঠভাবে অবস্থান করছেন।স্থানীয় বিএনপির বোমা সেলিম সহএকাধিক নেতার ও মাববদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতার ভাষ্য অনুযায়ী, রোমান আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। সামাজিক মাধ্যমে তার রাজনৈতিক কর্মকাণ্ডের দৃশ্য ঘুরে বেড়াচ্ছে।এই বিষয়ে রোমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি। তার অবস্থান সম্পর্কে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত