সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের ভালুকবেড় গ্রামের ইলেকট্রনিক্স ব্যবসায়ী মো. কামরুজ্জামান ভাইয়ের বড় ছেলে তেজগাঁও কলেজের চলমান এইচএসসি পরীক্ষার্থী নাফিউজ্জামান কৌশিকের (১৯) রহস্যজনক মৃত্যু হয়।তার মৃত্যু ঘিরে চলছে নানান জল্পনা-কল্পনা। মৃতের পরিবারের দাবি, লাশ ঝুলানোর অবস্থান, গলায় দুটো গামছা পেঁচানো ও শরীরের বিশেষ অঙ্গে আঘাতের চিহ্নসহ সার্বিকদিক বিবেচনায় এটি নিছক হত্যাকান্ড। হত্যা মামলা করতে চাইলেও পুলিশ অপমৃত্যুর মামলা নিয়েছে। তবে, পুলিশ বলছে- ‘প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এভাবেই দুই সপ্তাহ পেরিয়ে গেলেও রহস্যের জট খুলছে না এ মৃত্যুর।কামরুজ্জামান বলেন, আমাদের দুটি ছেলে। সে অনেক মেধাবী ছাত্র ছিল। তাকে অনেক স্বপ্ন নিয়ে পড়াচ্ছিলাম। সে আত্মহত্যা করার মতো ছেলে না এবং আত্মহত্যা করার মতো কোনো কারণও নেই। সে এবারের এইচএসসি ৫ টা পরীক্ষা দিয়েছিল। এরমধ্যে আমার সন্তানের সঙ্গে কী হয়েছে? কীভাবে তাকে মেরেছে আমি জানতে চাই এবং হত্যাকারীদের বিচার চাই।