প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৩:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৩:১০ পি.এম
শেরপুর জেলার সদর উপজেলা ও শহর বিএনপির কমিটি ঘোষণা
মোঃ আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধি।
শেরপুর জেলা সদর উপজেলা বিএনপি ও শেরপুর পৌর বিএনপির কমিটি ঘোষনা করা হয়েছে। ২৭ জুলাই রবিবার দুপুরে শেরপুর শহরে নির্জর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম কমিটি ঘোষণা করেন। ১০১ সদস্য বিশিষ্ট কমিটি শেরপুর সদর উপজেলা কমিটিতে আলহাজ্ব হযরত আলী আহ্বায়ক ও সাইফুল ইসলামকে সদস্য সচিব করা হয়।অন্যদিকে শেরপুর পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটিতে এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান (পিপি) আহ্বায়ক ও মোহাম্মদ জাফর আলীকে সদস্য সচিব করা হয়।সদর উপজেলা কমিটির যুগ্ন আহ্বায়কগণ হলেন, এস এম শহিদুল ইসলাম, মোঃ শফিউল আলম চাঁন, মোঃ আব্দুল হামিদ, এ এস এম রফিকুল আলম শিপন, মোঃ ছানুয়ার হোসেন ছানু, মোঃ আব্দুল মালেক, মোঃ সাইফুল ইসলাম শ্যামল, মোসাম্মৎ পপি আখতার প্রমুখ।আরও অন্যান্য নেতা ও সদ্যসরা ছিলেন।জেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল সদস্যদের সাথে দীর্ঘ আলোচনা করে সকলের ঐক্যমতের ভিত্তিতে এবং সাংগঠনিক টিমের সৎ পরামর্শে শেরপুর সদর ও শেরপুর পৌরসভার কমিটি ঘোষনা করেছি।বাকি সাতটি ইউনিটের কমিটি অতি দ্রুতই ঘোষনা করা হবে। তিনি আরও বলেন, শেরপুরের রাজনৈতিক অঙ্গনে আমরা স্বচ্ছতা ফিরিয়ে আনতে চাই।আমরা নিজেরা দুর্নীতি করবো না। কাউকে দুর্নীতি করতে দিবোনা। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিবো।পৌর কমিটির নয়া আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, বিএনপি প্রতি আমার দীর্ঘদিনের ত্যাগের ফল আজ পেলাম। আমার উপর যে দায়িত্ব দেয়া হয়েছে আমি যথাযথভাবে পালন করবো। আমি নিজে মহল্লায় মহল্লায় গিয়ে নয়টি ওয়ার্ডের কমিটি দ্রতই উপহার দিবো। আমি জেলা বিএনপি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।উল্লেখ্য, গত ৯ জুলাই জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় ৫টি উপজেলা ও ৪টি পৌরসভা সহ মোট ৯টি ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত