নরসিংদীর আরশিনগর টু রায়পুরা রোড আমির গঞ্জ ব্রিজের অদুরে আল-আমিন নামে একমাদক সেবনকারির লাশ উদ্ধার
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
-
৩
বার পড়া হয়েছে

তালাত মাহামুদ নরসিংদীর প্রতিনিধি।
নরসিংদী ,আর্শিনগর থেকে রায়পুরা রোড, আমিরগঞ্জ ব্রিজের আগে লাশ টি পড়ে আছে দেখে । একভাই ছবি তুলে পোস্ট করে , আত্বিয় স্বজন ,যেন উক্ত লাশটি শনাক্ত করতে পারে । ফেইসবুকের সেই ছবি দেখে ,নিকটতম আত্বিয় স্বজন ও
বাবা ,মা ,বোন সবাই গিয়ে দেখেন তাদের
সন্তানের লাশ । ততক্ষণে নরসিংদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে। উপস্থিত জনসাধারণ ও মৃত্যু ব্যাক্তির স্বজনদের কাছ থেকে পরিচয় সংগ্ৰহ করেন । নামঃ- মোঃ আল আমিন পিতাঃ- মোঃ নান্নু মিয়া মাতাঃ ঝর্না বেগম গ্ৰামঃ টাওয়াদী থানাওজেলাঃ নরসিংদী । সরজমিনে গিয়ে আরোযানা যায় সে একজন নেশাগ্ৰস্ত ,মাদকসেবনের টাকা ও বউ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ ঝগড়া বিবাদ প্রায়ই হয় । বাবা ও মায়ের সাথেগত শুক্রবার দুপুরে বাবা নান্নু মিয়া কে আল আমিন মিয়ারবউকে শ্বশুর বাড়ি থেকে এনে দিতে ওমাদকের টাকার জন্য মারধর , রক্তাক্ত জখম করে । আল আমিন ,কাজ করে না মাদকের টাকার জন্য বাবা,মা ও বউ কে প্রায়ই মারধর করে ।এক পর্যায়ে বউ তাদের সন্তান কে নিয়ে বাপের বাড়িতে চলে যায় । পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন