নন্দীগ্রামে প্রত্যাশা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
-
৬
বার পড়া হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশা ফাউন্ডেশনের সাতদিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। পরিবেশ পরিস্থিতির আলোকে মানুষের অধিকার নিশ্চিতকরণ, মাদকমুক্ত, নিরক্ষর মুক্ত, মানব সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষায় সাবেক ছাত্রনেতাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কার্যক্রম গতিশীল করতে তৎপর সংশ্লিষ্টরা।গতকাল শুক্রবার নন্দীগ্রাম কলেজপাড়া মিফতাহুল উলুম কওমী ও হাফেজিয়া মাদ্রাসা চত্বরে বৃক্ষরোপণের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রত্যাশা ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিচালক মো. আব্দুল কাদের।উপস্থিত ছিলেন কলেজপাড়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব শাবান আলী, মসজিদের খতিব মুফতি সাকিবুল হাসান, শিক্ষক ক্বারী জাহিদুল ইসলাম, প্রত্যাশা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নাজমুস সাকিব, সহকারি সেক্রেটারি আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষঃ অলিউল হাসান শিমুল, সহকারি কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম, প্রচার সেক্রেটারি শফিকুল ইসলাম, অফিস সেক্রেটারি আব্দুল্লাহ আল শাফি, সদস্য আল তৌফিক, আবু জার ফটিক, জাকির, আবু রায়হান, নাজমুল প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন