খুলনায় ছাতা কোম্পানীতে ভয়াবহ অগ্নিকান্ড: ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
-
৩
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
খুলনার বড় মির্জপুর এলাকায় রহমান ছাতা কারখানার আগুন সাড়ে তিন ঘন্টা পর নিয়ন্ত্রনে এনেছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট৷ পুরে গেছে দুটি বিল্ডিং এর পাঁচটি তলা। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায় শুক্রবার রাত দেড়টার দিকে নগরীর বড় মির্জাপুর এলাকার সামসুর রহমান রোডের পাঁচতলা বিল্ডিং এর তিন তলায় রহমান ছাতা কোম্পানীর কারখানায় আগুন লাগে। আশপাশের মানুষ আগুন দেখে ফায়ার সার্ভিসকে জানায়, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দুটি ইউনিট পৌছায়। পরে খুলনা সদর, টুটপাড়া ও খালিশপুর থেকে আরো পাঁচটি ইউনিট আসে। পরে রাত সাড়ে তিনটার দিকে আরো একটি ইউনিট যোগ হয়। ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ জাকির হোসেন রাত পনে পাঁচটার দিকে জানান, আগুন নিয়ন্ত্রনে এসেছে। আগুনে সামছুর রহমান রোডের দুটো বিল্ডিং পাঁচটি তলা পুরে গেছে। প্রথম পাঁচ তলা বিল্ডিংটির তিন তলা ও চার তলা পুরে গেছে। পাশে দ্বিতীয় আর একটি পাঁচতলা বিল্ডিং এর তিন, চার ও পাঁচতলা পুরে গেছে। এখানে রহমান ছাতা কোম্পানীর কারখানা ও গুদাম ছিলো। তবে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও জানাযায়নি। এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এই কর্মকর্তা আরো বলেন, বিল্ডিংটিতে যাতায়াতের পথ পর্যাপ্ত না থাকায় আগুন নেভাতে অন্যবাড়ীর টিনে ও ছাদে উঠে পানি দিতে হয়েছে। এ কারনে সময় বেশী লেগেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, এখনও অগ্নিকাণ্ডের কারন ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাযায় নি। এখনও পর্যন্ত কোন হতাহতর খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়রা বলছেন মশা মারার গ্লোব অথবা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এলাকাটি ঘনবসতিপূর্ন এলাকা হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন