প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১০:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ১২:৫৬ পি.এম
বরিশাল হিজলায় ইয়াবা সেবনের সময় আটক ২
হিজলা প্রতিনিধি: আলমগীর হোসাইন
বরিশালের হিজলা উপজেলার, গুয়াবাড়িয়া ইউনিয়ন থেকে শওকত আলী রাড়ীর ছেলে রুবেল রাড়ী, আহাম্মদ আলী মাষ্টারের ছেলে মোঃ ছায়েম নামে ২ জনকে ইয়াবা সহ আটক করেছে হিজলা থানা পুলিশ।হিজলা থানা সুত্রে জানা যায়, রাত্রি কালীন ডিউটি করার সময়ে এস,আই মাহমুদুল, এ এস,আই সুজন দে, মাহাবুব, ও সবুর এর নেতৃত্বে গুয়াবাড়িয়া ব্রীজের উপর থেকে গতকাল রাত ১২:১৫ টায় ইয়াবা সহ তাদেরকে আটক করে হিজলা থানায় নিয়ে আসা হয়।হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম বলেন,তারা ইয়াবা সেবনের উদ্দেশ্যে ঐ স্থানে অবস্থান করছিল। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত