খুলনায় অস্ত্রসহ আওয়ামী লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
-
৭
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
খুলনার রূপসা উপজেলায় অবৈধ অস্ত্রসহ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার ৫ নম্বর ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিপুণ দাশ (৪১), ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নৃপেণ মহলী (৪১) ও জয়বাংলা ব্রিগেড সৈনিক লীগ নামে একটি সংগঠনের থানা সম্পাদক অভিজিৎ মহান্ত (৩০)। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামে কয়েকজন দুষ্কৃতকারী অস্ত্রের মুখে পথচারীদের মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে অভিযুক্তদের শনাক্ত করে। গতকাল মঙ্গলবার ভোরে খবর পাওয়া যায়, নরনিয়া বিলের একটি মাছের ঘেরে অবস্থান করছেন ওই তিন নেতা। সকাল নয়টার দিকে তাঁদের ঘিরে ফেলে পুলিশ ও স্থানীয় জনতা। প্রায় দুই ঘণ্টা পর কৌশলে তাঁদের নিরস্ত্র করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁদের কাছ থেকে একটি পিস্তল, একটি রামদা ও চাকু উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন যে দীর্ঘদিন অবৈধ অস্ত্র মজুত রেখে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন