আলহাজ্ব আব্দুস সাত্তার সিদ্দিকী সাহেবের ইসালে সওয়াব সম্পন্ন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ২৩ জুলাই, ২০২৫
-
১০
বার পড়া হয়েছে

কুলাউড়া (মৌলভীবাজার প্রতিনিধি)শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী,
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের প্রখ্যাত সমাজসেবক, শিক্ষানুরাগী ও বিশিষ্ট দাতা মরহুম আলহাজ্ব আব্দুস সাত্তার সিদ্দিকী সাহেবের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল, দোয়া ও বিশাল সিন্নি মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) সফলভাবে সম্পন্ন হয়েছে।সকাল ১০ ঘটিকায় খতমে কুরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত হাজারো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে দোয়া পরিচালনা করেন সিলেটের খ্যাতিমান আলেম, মরহুম পীর হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর সাহেবজাদা আল্লামা হাফিজ ফকর উদ্দিন চৌধুরী ফুলতলী। তার দোয়ার মাধ্যমে শুরু হয় সিন্নির খাবার পরিবেশন।অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরের আমির মোঃ ফখরুল ইসলাম, জামায়াতের মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা ও কুলাউড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী ও সামাজিক সংগঠনের গণ্যমান্য প্রতিনিধিগণ।উল্লেখ্য, মরহুম আলহাজ্ব আব্দুস সাত্তার সিদ্দিকী ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক, শিক্ষানুরাগী ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন সত্তার কমিটি সেন্টার এবং লতিফিয়া-সাত্তার সামেলা হাফিজিয়া এবতেদায়ী এতিমখানা মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা।দীর্ঘদিন তিনি মধ্যপ্রাচ্যে কর্মরত ছিলেন এবং পরে পরিবারসহ আমেরিকায় বসবাস শুরু করেন।চলতি বছরের ৮ জুলাই ২০২৫ ইংরেজি, আমেরিকার নিউইয়র্কে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার ইন্তেকালের সংবাদে নিউইয়র্কের ওজন পার্ক ও ম্যানহাটনের প্রবাসী কমিউনিটিতে নেমে আসে শোকের ছায়া। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও প্রবাসী বাংলাদেশিরা তাঁকে শেষবারের মতো একনজর দেখতে ছুটে যান। আল-আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয় মরহুমের প্রথম জানাজার নামাজ, যেখানে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।এরপর তার দুই সুযোগ্য সন্তান—আব্দুল জব্বার সিদ্দিকী ও আব্দুল কুদ্দুস সিদ্দিকী—বাংলাদেশে তার মরদেহ নিয়ে আসেন।গত ১১ জুলাই ২০২৫ ইং শুক্রবার দুপুর ১২:৩০ মিনিটে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স (হেলিকপ্টার) যোগে তার মরদেহ আনা হয় জন্মস্থান ভাটেরায়।মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় ভাটেরা হরিপুর শাহী ঈদগাহ মাঠে। জানাজায় সিলেট, মৌলভীবাজার, কুলাউড়া ও পার্শ্ববর্তী অঞ্চলসমূহের অসংখ্য রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, জানাজায় ইমামতি করেন মরহুমের ভাগনা আল ফারুক মহিলা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সদর উদ্দিন সিদ্দিকী।জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।অনুষ্ঠান শেষে মরহুমের সন্তান আব্দুল জব্বার সিদ্দিকী ও আব্দুল কুদ্দুস সিদ্দিকী রিপন আগত সকল মেহমান, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন