ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিখোঁজ মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী কাব্যকে পাওয়া গেছে ঢাকা মেডিকেলে
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
-
৬
বার পড়া হয়েছে
Oplus_16908288

শেখ জায়েদ মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা কাজী বাড়ির সন্তান, মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী কাজী মোর্শেদ (কাব্য) অবশেষে খুঁজে পাওয়া গেছে। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গুরুতর আহত অবস্থায় সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।সোমবার (২১ জুলাই) দুপুরে ঢাকায় ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর থেকেই কাব্যের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুর্ঘটনার পরপরই কাব্যের পরিবার ও স্বজনরা রাজধানীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক এবং আহতদের তালিকায় খোঁজ করতে থাকেন। অবশেষে সোমবার রাতের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কাব্যকে শনাক্ত করতে সক্ষম হন স্বজনরা।আহত কাব্যের বাবা মরহুম রুমেল কাজী। পরিবারের একমাত্র সন্তান কাব্য মাইলস্টোন স্কুলের একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে পড়ালেখা করছিল। দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ায় বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও ঢাকা মেডিকেলের চিকিৎসকরা তাকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।কাব্যের খোঁজ পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই কালকিনি উপজেলা ও মাদারীপুরে স্বজন-পরিজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে। কাব্যের দ্রুত সুস্থতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চেয়ে স্ট্যাটাস দিচ্ছেন সহপাঠী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।কাব্যের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। তারা বলেন,“সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের কাব্যকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেন।”উল্লেখ্য, সোমবারের ওই ভয়াবহ বিমান দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হন। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন যাত্রী।শেষ খবর পাওয়া পর্যন্ত, কাব্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন